গণভোট বাংলাদেশকে স্থায়ীভাবে পাল্টে দিতে পারে

নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, গণভোটের মাধ্যমে বাংলাদেশটাকে স্থায়ীভাবে পাল্টে দিতে পারি আমরা। আমরা যে নতুন বাংলাদেশ তৈরি করতে চাই, তার ভিতটা এর মাধ্যমে গড়তে পারি।

নির্বাচনের প্রস্তুতি বিষয়ে বুধবার (১০ ডিসেম্বর) সারা দেশের উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) দিকনির্দেশনা প্রদানকালে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইউএনওদের দিকনির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা জানান, আগামী নির্বাচন গণভোট দুটিই জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন পাঁচ বছরের জন্য, গণভোট শত বছরের জন্য।

ইউএনওদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সুন্দর সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে। ইতিহাস আমাদের নতুন একটি সুযোগ দিয়েছে। অন্য জেনারেশন সুযোগ পাবে না। সুযোগকে কাজে লাগাতে পারলে নতুন বাংলাদেশ গড়তে পারব আমরা।  আর  না পারলে জাতি মুখ থুবড়ে পড়বে।

বিগত আমলে যে নির্বাচনগুলো হয়েছে, সেগুলোতে প্রতারণা হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচন অন্যান্য দায়িত্বের মতো নয়। এটা একটি ঐতিহাসিক দায়িত্ব। আমরা ভালোভাবে দায়িত্বটি পালন করতে পারলে আগামী নির্বাচনের দিনটি জনগণের জন্যও ঐতিহাসিক হবে।

ইউএনওরা সঠিকভাবে দায়িত্ব পালন করলেই সরকার তার দায়িত্বটি সফলভাবে পালন করতে সক্ষম হবে। ইউএনওদের  প্রধান দায়িত্ব হলো একটি শান্তিপূর্ণ আনন্দমুখর নির্বাচন আয়োজন করা- যোগ করেন প্রধান উপদেষ্টা।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর