দীর্ঘ সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনকে সমর্থন
জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। কেবল সমর্থন নয় বিপুল পরিমাণ অস্ত্র পাঠিয়ে সহায়তা করে আসছে
দেশটি। তবে ইউক্রেনকে সাহাজ্য করা নিয়ে মার্কিন সরকার দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে। রাশিয়ার
বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে কিভাবে আরো অস্ত্র সাহায্য দেয়া যায় তা নিয়ে
মার্কিন সামরিক বাহিনীর বিদায়ী জয়েন্ট চিপস অব স্টাফ জেনারেল মার্ক মিলি তর্ক বিতর্ক
করতে বাধ্য হয়েছেন। মার্কিন প্রভাবশালী ম্যাগাজিন পলিটিকোর খবর।
জেনারেল মার্ক মিলির চাকরির মেয়াদ চলতি সপ্তাহে শেষ হচ্ছে এবং তার স্থলাভিষিক্ত
হবেন বিমানবাহিনীর চিফ অব স্টাফ চার্লস ব্রাউন।
মার্ক মিলির দায়িত্ব পালনকালে মার্কিন কর্মকর্তারা অনেক সময় ইউক্রেনকে
দ্রুত ও পর্যাপ্ত অস্ত্র না পাঠানোর জন্য পেন্টাগনের সমালোচনা করেছেন। মার্কি মিলি
ও পররাষ্ট্র দপ্তরের অবস্থান সম্পর্কে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন,
"এটি প্রশাসনের জন্য হতাশাজনক।"
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা পলিটিকোকে
বলেছেন, মার্ক মিলির সময় সেনাবাহিনী এবং পররাষ্ট্র দপ্তরের মধ্যেও বিবাদ স্পষ্ট ছিল।
আরআই