মন্তব্য
দেশীয় এক প্রতিষ্ঠানসহ তিন দেশ থেকে এক লাখ ২০ হাজার টন ইউনিয়া সার কিনবে সরকার। এজন্য বরাদ্দ ধরা হয়েছে ৫৩০ কোটি ৯৬ লাখ ৬৭ হাজার টাকা। রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে এ সার কেনা হচ্ছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সার কেনা সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্ব করেন। বৈঠক শেষে বিষয়টি সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।
দেশীয় প্রতিষ্ঠান কাফকো থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার কেনা হবে। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত প্রতিটি দেশ থেকে ৩০ হাজার টন করে মোট ৯০ হাজার টন ইউরিয়া সার কেনা হবে।
বিডি/ই/এমকে