পরমাণু স্থাপনা পরিদর্শনের অনুমতি দিচ্ছে না ইরান : আইএইএ

রবি
১৭ সেপ্টেম্বর ২০২৩

জাতিসংঘকে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণ করার অনুমতি দিচ্ছে না বলে অভিযাগ করেছে আন্তর্জাতিক আণবিক সংস্থা (আইএইএ)। আইএই‘র প্রধান রাফায়েল গ্রসি শনিবার এসব কথা বলেন। তিনি ইরানের এ ধরণের আচরণের নিন্দা করেন।

 

আইএইএ প্রধান অভিযোগ করেন, ইরানে নিয়োগ করা সংস্থার একাধিক পরিদর্শককে তেহরান তাদের পরমাণু স্থাপনা পর্যবেক্ষণে বাধা দিচ্ছে।

 

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি নেতৃত্বাধীন জোট তেহরানকে তাদের অঘোষিত স্থানে পাওয়া ইউরেনিয়ামের নিদর্শন  আইএইএ'র বোর্ড অব গভর্নরসকে ব্যাখ্যাসহ অন্যান্য ইস্যুতে অবিলম্বে সহযোগিতা করার আহ্বান জানায়।

 

আরআই


মন্তব্য
জেলার খবর