মন্তব্য
জাতিসংঘকে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণ করার অনুমতি দিচ্ছে
না বলে অভিযাগ করেছে আন্তর্জাতিক আণবিক সংস্থা (আইএইএ)। আইএই‘র প্রধান রাফায়েল গ্রসি
শনিবার এসব কথা বলেন। তিনি ইরানের এ ধরণের আচরণের নিন্দা করেন।
আইএইএ প্রধান অভিযোগ করেন, ইরানে নিয়োগ করা সংস্থার একাধিক পরিদর্শককে তেহরান
তাদের পরমাণু স্থাপনা পর্যবেক্ষণে বাধা দিচ্ছে।
চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি নেতৃত্বাধীন জোট
তেহরানকে তাদের অঘোষিত স্থানে পাওয়া ইউরেনিয়ামের নিদর্শন আইএইএ'র বোর্ড অব গভর্নরসকে ব্যাখ্যাসহ অন্যান্য
ইস্যুতে অবিলম্বে সহযোগিতা করার আহ্বান জানায়।
আরআই