খাবারে চেতনানাশক মিশিয়ে দেড় লাখ টাকাসহ ১০ ভরি স্বর্ণালঙ্কার চুরি

সাতক্ষীরা প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৩

সাতক্ষীরার তালা উপজেলায় নুর আলী বিশ্বাস নামে এক ব্যক্তির বাড়ি থেকে ১ লাখ  ৪০ হাজার টাকাসহ ১০ ভরি স্বর্ণালঙ্কার চুরি করা হয়েছে। তার  আগে  তাদের রান্না করা গরুর মাংসে কৌশলে চেতনানাশক মিশিয়ে নুর আলী বিশ্বাসসহ তার স্ত্রীকে অচেতন করা হয়।

শুক্রবার(১৫সেপ্টেম্বর) রাতে মাগুরা ইউনিয়নের বালিয়াদহ গ্রামে এ  ঘটনা ঘটে। এদিকে চেতনানাশক কিছু খাওয়ায় গুরুত্বর অসুস্থ হয়ে পড়েছেন নুর আলী। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

নুর আলী বিশ্বাসের (৬৮) অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী।  এদিকে খবর পেয়ে  ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

ভুক্তভোগীর ভাই আনার বিশ্বাস জানান, শনিবার রাতে ভাই তার স্ত্রী, দু’জন  বাড়িতে ছিলেন। সন্ধ্যায় তাদের রান্না করা গরুর মাংস দুর্বৃত্ত কেউ কৌশলে চেতনানাশক মিশিয়ে দেয়। সেই খাবার খেলে ভাই-ভাবী অচেতন হয়ে পড়ে।  পরে ১০ ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ লক্ষ ৪০ হাজার টাকা চুরি করা হয়।

এদিকে ভোর রাতে ভাবীর জ্ঞান ফেরে। তিনি তার শোবার ঘরে আসবাবপত্র এলোমেলো দেখে চিৎকার দেয়। তখন পুরো ঘটনা জানাজানি হয়।

 স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন জানান, তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। বর্তমানে তার এলাকায় চোর মাদকসেবীদের উৎপাত বেড়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া  হবে।

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর