মন্তব্য
                        
                
                                
                            
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আগুনে ৭টি গরু ও আসবাবপত্রসহ ৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজিবপুর ইউনিয়নের উজানচর নওপাড়া গ্রামের মৃত মনির উদ্দীনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসাকিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
জানা যায়, মনির উদ্দীনের বাড়ির গোয়ালে থাকা ১৪টি গরুর মধ্যে ৭টি পুড়ে মারা গেছে। তার বিদেশ ফেরত ছেলের ঘরে থাকা ছয় লাখ টাকাও পুড়ে গেছে।
মনির উদ্দীনের চার ছেলের মধ্যে তিনজন গরুর ব্যবসা করেন, অপরজন বিদেশ ফেরত। পুনরায় বিদেশ যাওয়ার জন্য ওই ছেলের ঘরে পুড়ে যাওয়া টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিল। এ ঘটনায় তাদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বিডি/হুমায়ুন কবির/সি/এমকে