এক্সপায়ার্ড ডেট শেষ হয়ে গেছে সরকারের: খসরু

নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর ২০২৩

বর্তমান সরকারকে বিদায় নিতে হবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন- তাদের টাইম শেষ, এক্সপায়ার্ড ডেট শেষ হয়ে গেছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন।

তার দলের নেতাকর্মীদের শপথ নেওয়ার আহবান জানিয়ে আমীর খসরু বলেন- জীবনের বিনিময়ে আমরা আমাদের অধিকার ফিরিয়ে আনব। প্রত্যেকটি দিন আন্দোলনের সঙ্গে থাকতে হবে। দুইটা মাস দেশের মানুষের জন্য সেক্রিফাইস করতে হবে। বিশ্ব বিবেক, বিশ্ব গণতন্ত্র আমাদের, জনগণের পক্ষে আছে। জয় সুনিশ্চিত।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান, জিয়া পরিষদের উপদেষ্টা রোটারিয়ান এম. নাজমুল হাসান, বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান প্রমুখ।

 

বিডি/আরডি/এমকে

 


মন্তব্য
জেলার খবর