আটলান্টিকের স্রোত থেমে যাওয়ার আশঙ্কা বিজ্ঞানীদের

রবি
২৬ জুলাই ২০২৩

কয়েক দশকের মধ্যে মধ্যে আটলান্টিকের স্রোত থেমে যেতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ২০২৫ সালের মধ্যে এ স্রোত থেমে যেতে পারে বলেও আশঙ্কা করেন তারা। সিএনএনের একটি প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

 

আটলান্টিক মেরিডিওনাল ওভারটার্নিং সার্কুলেশন বা এএমওসি নামে পরিচিত এ স্রোত যেকোনো সময় বন্ধ যাতে পারে বলে মঙ্গলবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

 

ওই প্রতিবেদনে বলা হয়, বর্তমানে যে হারে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হচ্ছে, তাতে চলতি শতকের মাঝামাঝি সময়ে এ এএমওসি থেমে যেতে পারে। এমনকি তারও আগে ২০২৫ সালের মধ্যেই এ স্রোত বন্ধ হতে পারে। তবে খুব বেশি আশাবাদী হলে এ স্রোত ২০৯৫ সাল পর্যন্ত টিকে থাকবে।

 

টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখের নিকলাস বোয়ার্স বলেন, ‘মডেলিংটি অত্যধিক সরলীকৃত। গবেষকরা স্বীকার করেছেন যে তারা এমনটা অনুমান করেছেন কেবল, এটি নিশ্চিত নয়।’

 

সত্যি যদি এ স্রোত থেমে যায়, তাহলে পরিণতি ভয়াবহ হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। সিএনএনকে দেওয়া এক সাক্ষাতকারে পিটার ডিটলভসেন বলেছেন, ‘এটি সত্যিই ভীতিকর। এটি এমন কোনো বিষয় নয় যা আপনি হালকাভাবে নেবেন। এ ধরনের গবেষণার ফলাফল সত্যি হওয়ার সম্ভাবনাই বেশি।’

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর