হিমালয়ে পাহাড় নয়, বিশাল সাগর ছিল; দাবি বিজ্ঞানীদের

রবি
৩০ জুলাই ২০২৩

বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ অবস্থিত হিমালয়ে। সেই হিমালয়ই নাকি এক সময় সমুদ্র ছিল। এমনটাই ধারণা বিজ্ঞানীদের। ভারত ও জাপানের একদল বিজ্ঞানীরা দাবি করেছেন, পাহাড় নয়, হিমালয়ের জায়গায় ছিল মহাসাগর। পাহাড়ের খাঁজে খাঁজে এখনও তার পুরোদস্তুর প্রমাণ রয়েছে।


 তবে আগের কথা সেটা। প্রায় ৬০ থেকে ৭০ কোটি বছর আগে সেখানে সমুদ্র ছিল বলে মত তাদের। বিজ্ঞানীরা বলেছেন, হিমালয়ের বর্তমান অবস্থানের জায়গাটিজুড়েই ছিল এক মহাসাগর। তবে সমুদ্র বলতে যেমন বড় বড় ঢেউ কল্পনায় আসে, তেমন টলটল জলের সাগর সেখানে ছিল কি না, সে বিষয়টি এখনও নিশ্চিত নয় তারা।

 

বর্তমানে হিমালয়ের যে অংশ দেরাদুন থেকে গঙ্গোত্রী পর্যন্ত বিস্তৃত— সেই অংশেই এই মহাসাগর ছিল বলে মনে করছেন বিজ্ঞানীরা।

 

বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এবং জাপানের নিগাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা যৌথভাবে এটি আবিষ্কার করেছেন। তাদের দাবি, এই এলাকায় যে মহাসাগর ছিল তার প্রমাণ মিলেছে এখানকার পাথর ও মাটির মধ্যে থাকা জীবাশ্মে। 


বিজ্ঞানীদের মতে, ভূমিকম্পের ফলে সমুদ্র থেকে পাহাড়ের সৃষ্টি হয়েছে।


 এনডিটিভি/আরআই


মন্তব্য
জেলার খবর