মন্তব্য
ইউক্রেনের হামলায় ক্রিমিয়া সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এ সেতু ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ক্রিমিয়া উপদ্বীপকে সংযুক্ত করেছে। সেতুর একটা অংশ রাশিয়ার দখলে রয়েছে।
সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বৃহস্পতিবার একজন রুশ কর্মকর্তা জানিয়েছেন। হতাহতের না হওয়ার তথ্য জানিয়ে ক্রিমিয়ায় রাশিয়ার নিযুক্ত গভর্নর সার্গেই আকসিনভ টেলিগ্রামে বলেছেন, রাতে সেতুতে হামলা চালানো হয়েছে।
বিডি/আইডি/এমকে