মন্তব্য
আগামী জাতীয় নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময়ে না হয় কোনো কোনো রাজনৈতিক দল তার চেষ্টা করছে। কিন্তু এখন দ্রুত একটা রাজনৈতিক সরকার দরকার।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকার কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় এ কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, একটা নির্বাচন যেন করা যায়, সেজন্য অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা দিয়ে, সহযোগিতা করে একটা জায়গায় আসার চেষ্টা করছি। তিনি জানান, দেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষা, সবকিছু নির্ভর করছে আগামীতে একটি নির্বাচিত সরকারের ওপর। জাতীয় সংস্কার কমিশন অতি অল্প সময়ের মধ্যে অন্তত কিছু সংস্কারের কাজ শেষ করতে পারায় তাদের ধন্যবাদ জানান মির্জা ফখরুল।
বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে