সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর ২০২৫

বিভ্রান্তি বা ভ্রান্ত তথ্য ছড়ানো এখন নির্বাচনের আগে অন্যতম বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, তবে আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও আনন্দময় করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।

বুধবার (২২ অক্টোবর) ঢাকায় নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎসে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়  সাক্ষাৎকালে এ কথা বলেন ড. ইউনূস। সাংবাদিকদের  এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ।

আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূত লোৎসকে বাংলাদেশে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গে তার মেয়াদকালে বাংলাদেশ ও জার্মানির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে জার্মান রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানান। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে খোঁজ নেন- যোগ করেন আবুল কালাম মজুমদার।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর