মামলার পলাতক ব্যক্তিরা নির্বাচন করতে পারবে না

নিজস্ব প্রতিবেদক
২৩ অক্টোবর ২০২৫

বিভিন্ন মামলায় আদালত যাদেরকে পলাতক বলবে, তারা নির্বাচন করতে পারবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা . আসিফ নজরুল। তিনি বলেছেন, এটা আরপিও আইনে যুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকার ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে বিষয়টি জানান তিনি। বিচার চলাকালীনও পলাতক হয় বলে উল্লেখ করেন তিনি।

আরপিও আইন উপদেষ্টা পরিষদের সভায় চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে। এ প্রসঙ্গে উপদেষ্টা জানান, ইভিএম-সংক্রান্ত যে বিধান ছিল, সেগুলো বিলুপ্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আর্মি, নেভি এবং এয়ারফোর্সকে অন্তর্ভুক্ত করা হয়েছে। জেলায় যে নির্বাচন অফিসগুলো আছে, সেটা জেলা নির্বাচন কর্মকর্তার অধীনে থাকবে। যারা নির্বাচন করবেন, তাদের অ্যাফিডেভিটের মাধ্যমে দেশি-বিদেশি উৎস থেকে যত আয় আছে, সম্পত্তি আছে, সবকিছুর বিবরণ দিতে হবে। নির্বাচনে জামানতের পরিমাণ ২০ হাজার থেকে ৫০ হাজার করা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর