ইউরিয়া, ডিএপি ও এমওপি মিলিয়ে মোট এক লাখ ১৫ হাজার মেট্রিক টন সার কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। সৌদি আরব, মরক্কো ও রাশিয়া থেকে এ সার কিনতে ব্যয় ধরা হয়েছে ৬৬৪ কোটি ৪০ লাখ ৯৮ হাজার ৪৪০ টাকা।
বুধবার (২২ অক্টোবর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে ভার্চ্যুয়ালি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন।
এক লাখ ১৫ হাজার মেট্রিক টন সারের মধ্যে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া, ৪০ হাজার টন ডিএপি এবং ৩৫ হাজার টন এমওপি সার রয়েছে।
জানা গেছে, সৌদি আরবের সাবিক কৃষি-পুষ্টি কোম্পানি থেকে ৫ম লটের ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে। এ সার আনতে ব্যয় হবে ১৫১ কোটি ৭৭ লাখ ৪৭ হাজার ৭৬০ টাকা। মরক্কো থেকে ৭ম লটের ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি করা হবে। এতে ব্যয় হবে ৩৬০ কোটি ০১ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। রাশিয়ার একটি প্রতিষ্ঠান থেকে ৫ম লটের ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির করা হবে। এতে খরচ হবে ১৫২ কোটি ৬১ লাখ ৭৫ হাজার টাকা।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে