সপ্তাহ খানের বেশি সময়ের ব্যবধানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আশাব্যঞ্জক উত্থান দেখা দিয়েছে। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও কেন্দ্রীয় ব্যাংক নিলামের পদ্ধতিতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কেনার কারণে বাড়ছে রিজার্ভ।
বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, গেল ২১ অক্টোবর পর্যন্ত বৈদেশিক মূদ্রার গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক ১১ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ এখন ২৭ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। এর আগে গত ৯ অক্টোবর পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩১ দশমিক ৯৪ বিলিয়ন ডলার। বিপিএম-৬ অনুযায়ী এর পরিমাণ ছিল ২৭ দশমিক ১২ বিলিয়ন ডলার।
প্রাপ্ত তথ্য বলছে, চলতি অর্থবছরে এ পর্যন্ত নিলাম পদ্ধতিতে মোট ২১২ কোটি ৬০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। গত ১৩ জুলাই থেকে এ নিলাম পদ্ধতিতে ডলার কেনা শুরু হয়। এদিকে বিগত মাসগুলোতে বেড়েছে রেমিট্যান্স প্রবাহও। চলতি অর্থবছরের শুরু থেকে ১৮ অক্টোবর পর্যন্ত মোট ৯১৫ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। আগের অর্থবছরে এ সময়ে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল ৮০৬ কোটি ৬০ লাখ ডলার। সে হিসাবে রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৩ দশমিক ৬ শতাংশ।
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলারের রেমিট্যান্স। এরপরের মাস আগস্টে কিছুটা কমলেও সেপ্টেম্বরে আবারে বেড়েছে। আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার রেমিট্যান্স আসে দেশে।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে