নিল মোহান ইউটিউবের নতুন সিইও

১৮ ফেব্রুয়ারী ২০২৩

সুসান ওজসিকি ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে পদত্যাগের পর ওই পদে নিয়োগ পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নিল মোহান। বৃহস্পতিবার সুসান পদত্যাগ করেন বলে জানা গেছে। তার পদত্যাগের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানান।

 

নিজের পরিবার, স্বাস্থ্য ও ব্যক্তিগত কাজে সময় দিতে ইউটিউব ছেড়েছেন বলে দাবি করেন তিনি। শুরু থেকেই ইউটিউবের সাথে ছিলেন তিনি। ২৫ বছর আগে তার গ্যারেজ থেকেই ইউটিউবের যাত্রা শুরু হয়। ২০১৪ সালে প্রতিষ্ঠানটির সিও হনে। সেই এ দায়িত্ব পালন করে আসছিলেন।

 

নতুন সিইও নিল মোহান যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা করেন। ২০০৮ সালে তিনি গুগলে যোগ দেন। ২০১৫ সালে নিল ইউটিউবের প্রধান পণ্য কর্মকর্তা পদে নিয়োগ প্রাপ্ত হন।


মন্তব্য
জেলার খবর