ক্ষোভ থাকলেও রুশদির উপর আক্রমণ সমর্থনযোগ্য নয় : ইমরান

২০ অগাস্ট ২০২২

পুরনো ভুল বোঝাবুঝি যতই থাক, সালমান রুশদির উপর হামলা ‘সমর্থনযোগ্য’ নয় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বিতর্কিত লেখকের উপর হামলাকে ‘ভয়ানক’ ও ‘দুঃখজনক’ বলেও অভিহিত করেছেন এ ক্রিকেটার-রাজনীতিক। সম্প্রতি একটি ব্রিটিশ সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে ইমরান এসব কথা বলেন।

 

ইমরান বলেন, “রুশদির ‘দ্য স্যাটানিক ভার্সেস’ বইটি নিয়ে ইসলামিক দুনিয়ার ক্ষোভের জায়গাটি বুঝেছি, তবে কোনোভাবেই লেখকের উপর এ হামলাকে সমর্থন করা যায় না।” আফগানিস্তানে তালিবান শাসনের এক বছর পূর্তির পর সেই দেশের মেয়েরাও তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন পাকিস্তানের এ রাজনীতিক।

 

ইমরান আরো জানান, রুশদি নিজেও ধর্মে মুসলমান, তিনি মুসলমানের ঘরেই জন্মগ্রহণ করেছেন। তাই একজন মুসলমানের কাছে প্রফেট বা নবির কতটা গুরুত্ব, তা তিনি জানেন। রুশদির বইতে যেভাবে এই ভাবাবেগে আঘাত দেওয়া হয়েছে, তাতে ক্ষোভের প্রকাশ হওয়া স্বাভাবিক। তবে রুশদির উপর এভাবে আক্রমণকে কোনোভাবেই সমর্থন করা যায় না।


মন্তব্য
জেলার খবর