যুক্তরাষ্ট্রে আটক ইরানিদের মুক্তির আহ্বান

১৯ অগাস্ট ২০২২

যুক্তরাষ্ট্রে আটককৃত ইরানের নাগরিকদের অনতিবিলম্বে মুক্তি দেওয়া আহ্বান জানিয়েছেন ইরানের বিচার বিভাগের মানবাধিকার পরিষদের সচিব কাজেম গারিব আবাদি। তিনি বলেছেন, ইরানি নাগরিক গ্রেপ্তারের পথ থেকে আমেরিকাকে সরে আসতে হবে। বৃহস্পতিবার টুইটার বার্তায় তিনি এ কথা বলেছেন।

 

মার্কিন যুক্তরাষ্ট্র অমানবিক ও অবৈধ নিষেধাজ্ঞাকে পাশ কাটানোর অজুহাতে বহু নিরপরাধ ইরানি নাগরিককে আটক করেছে উল্লেখ করে গারিব আবাদি আরো বলেন, একজন ইরানিকে একটি অ্যাপার্টমেন্টে আটকে রাখা হয়েছে এবং ঐ অ্যাপার্টমেন্টের ভাড়া পর্যন্ত তাকে দিতে বাধ্য করা হচ্ছে। অমানবিক পরিবেশে তাকে আটকে রাখা হয়েছে।

 

পরমাণু সমঝোতার কাঠামোর বাইরে বন্দী মুক্তির বিষয়টি নিয়ে কাজ করতে ইরান প্রস্তুত রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।


মন্তব্য
জেলার খবর