যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব চান গোটাবায়া

১৯ অগাস্ট ২০২২

শ্রীলঙ্কা থেকে পালান দেশটির সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। প্রথমে যান মালদ্বীপ। এরপর সিঙ্গাপুর। বর্তমানে আছেন থাইল্যান্ডে। তবে এবার স্ত্রী ও সন্তানকে যুক্তরাষ্ট্রে স্থায়ী হচ্ছেন। ডেইলি মিররের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। গোটাবাইয়া যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের অপেক্ষায় রয়েছেন।

 

এরইমধ্যে যুক্তরাষ্ট্রে থাকা গোটাবায়ার আইনজীবীরা সবধরণের কার্যক্রম শুরু করে দিয়েছে। গত মাসেই তিনি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের জন্য আবেদন করেন। তার স্ত্রী ইয়োমা রাজাপাকসে একজন মার্কিন নাগরিক। সে হিসেবে তিনি এ আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন।

 

খবরে জানানো হয়, শ্রীলঙ্কায়ও তার আইনজীবীরা কার্যপ্রণালী অনুসরণ করে এগিয়ে যাচ্ছে। বর্তমানে থাইল্যান্ডের একটি হোটেলে অবস্থান করছেন গোটাবায়া। তার সঙ্গে আছেন তার স্ত্রী। প্রথমে তাদের পরিকল্পনা ছিল আগামী নভেম্বর পর্যন্ত থাইল্যান্ডে থাকবেন।

 

তবে এখন তারা আগামী ২৫ আগস্ট শ্রীলঙ্কায় ফেরার কথা ভাবছেন। থাইল্যান্ডে নিরাপত্তাজনিত কারণে তিনি স্বাধীনভাবে চলাফেরা করতে পারছেন না। ব্যাংকক পৌঁছানোর পর থাই পুলিশ তাকে হোটেলের মধ্যেই থাকার পরামর্শ দিয়েছে।


মন্তব্য
জেলার খবর