মন্তব্য
কাবুলে একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ওই মসজিদের ইমামও রয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৪০ জন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটা ছিল যে আশেপাশে বাড়ির জানলা কেঁপে ওঠে। ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুল্যান্স পৌঁছায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
এক তালিবান তো জানিয়েছেন, কাবুলের খাইরখানা এলাকায় মসজিদে নামাজের সময় এ বিস্ফোরণ হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।