টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি পাকিস্তান। তার আগেই নিতে হয়েছে বিদায়। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমি ফাইনালে উঠেছিল তারা। ঠিক তার পরই বাংলাদেশ সফরে এসেছে দলটি। এসেই বাজিমাত করেছে। টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছে তারা। যে মাঠে কিনা নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। সে মাঠেই টাইগারদের হোয়াইট ওয়াশ করল তারা।
আগামীকাল শুক্রবার। কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ বনাম পাকিস্তানের প্রথম টেস্ট। টেস্টের আগে তাই ফুরফুরে মেজাজে আছে অতিথিরা। দুম্যাচের টেস্ট সিরিজও জিততে চায় তারা।
প্রথম টেস্টকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে ১২ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান।
পাকিস্তান স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, ইমাম-উল-হক, নওমান আলী, সাজিদ খান ও শাহীন শাহ আফ্রিদি।
আরআই