ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ভালো পারফরমেন্স করেছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও পেসার হাসান মাহমুদের। এর ফলে আইসিসি টেস্ট র্যাংকিংয়ে তাদের অবস্থানের উন্নতি হয়েছে।
চেন্নাইয়ে প্রথম টেস্টের পর পেসার হাসান মাহমুদের উন্নতি হয়েছে পাঁচ ধাপ, ৪৪তম অবস্থানে ওঠে এসেছেন তিনি। এ টেস্টের প্রথম ইনিংসে হাসান ৫ উইকেট দখল করেছিলেন।
অন্যদিকে দুই ইনিংসে যথাক্রমে ২০ ও ৮২ রান করেছেন শান্ত, ফলে ১৪ ধাপ উন্নতি হয়ে ৪৮তম স্থানে উঠে এসেছেন তিনি। তাদের দুজন ছাড়াও টাইগারদের মধ্যে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদেরও কিছুটা উন্নতি হয়েছে। ব্যাটারদের মধ্যে সাকিব এক ধাপ উপরে ওঠে ৪৩তম ও বোলারদের মধ্যে তাসকিন আহমেদ আটধাপ উপরে ওঠে ৬৬তম স্থানে অবস্থান করছেন।
এদিকে ভারতীয় খেলোয়াড় পান্ত, শুভমান গিল ও রবিচন্দ্রন অশ্বীন প্রথমে টেস্টে সেঞ্চুরি করায় তাদের নিজেদের অবস্থান শক্তিশালী হয়েছে র্যাংকিংয়ে। দুই ইনিংসে ৩৯ ও ১০৯ রান করে পান্ত ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছেন। গিল দ্বিতীয় ইনিংসে ১১৯ রান করে পাঁচধাপ উপরে উঠে ১৪তম স্থানে ও অশ্বীন প্রথম ইনিংসে ১১৩ রান করে সাতধাপ এগিয়ে ৭২তম স্থান দখল করেছেন। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট শিকার করার সুবাদে এক রেটিং পয়েন্ট নিয়ে বোলিং র্যাংকিংয়ে শীর্ষে রয়েছে অশ্বীন। আর পাঁচ উইকেট পাওয়া জাদেজা একধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছেন।
অল-রাউন্ডার র্যাংকিংয়ে অশ্বীন ও জাদেজার অবস্থানের উন্নতি হয়েছে। ক্যারিয়ার সেরা ৪৭৫ পয়েন্ট অর্জন করে জাদেজা শীর্ষস্থানে আর ৪৮ পয়েন্ট যোগ করে ৩৭০ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেনে অশ্বীন।
বিডি২৪অনলাইন/এস/এমকে