ঈদ নামাজ শেষে মালির প্রেসিডেন্টকে হত্যাচেষ্টা

২১ জুলাই ২০২১

মালির রাজধানী বামাকোর গ্র্যান্ড মসজিদে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আসিমি গোইতার ওপর ছুরিহামলার চেষ্টা চালিয়েছে এক দুর্বৃত্ত।

মঙ্গলবার দুই অস্ত্রধারী এই হামলা করেছে। তাদের একজনের হাতে ছুরি ছিল। নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গে হামলাকারীকে ধরে ফেলেন। এ ঘটনায় তদন্ত চলছে।

এমন এক সময় এই হামলা হয়েছে, যখন তিনি ঈদুল আজহার নামাজ শেষ করেছিলেন। পরে ৩৭ বছর বয়সী আসিমি গোইতাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এএফপি  ও আল জাজিরা

 


মন্তব্য
জেলার খবর