জনগণ গণভোট-সনদ বোঝে না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
০৯ নভেম্বর ২০২৫

 

গণভোট নির্বাচনের দিনে হতে হবে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ গণভোট-সনদ বোঝে না। দেশে যত সংকট দেখছেন সব তৈরি করা আর নাটক। জনগণ এসব বোঝে না, শুধু ভোট দিতে চায় তারা।

রোববার ( নভেম্বর) ঠাকুরগাঁওয়ের এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, সব সংস্কারে রাজি আছি। যা রাজি হব না, তা সংসদে গিয়ে পাস হবে।

মির্জা ফখরুল বলেন, এ সরকার জনগণের সরকার নয়। জনগণের কষ্ট বোঝে না। বিএনপি ক্ষমতায় এলে দেশটাকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসবে, কৃষকদের ন্যায্য দামে ধান বিক্রির ব্যবস্থা করা হবে। ফ্যামিলি কার্ড করা হবে।

 

বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে



মন্তব্য
জেলার খবর