নিবন্ধন নিশ্চিতে বড় বাধা আইনের সীমাবদ্ধতা

নিজস্ব প্রতিবেদক
০৭ নভেম্বর ২০২৫

২০৩০ সালের মধ্যে দেশে শতভাগ জন্ম মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে চায় সরকার। কিন্তু   লক্ষ্য অর্জনে বড় বাধা হিসেবে কাজ করছে বিদ্যমান আইনের সীমাবদ্ধতা দুর্বল বাস্তবায়ন। জন্য দরকার আইন সংশোধন আইনের কঠোর বাস্তবায়ন।

ঢাকার বিএমএ ভবনে এক কর্মশালায় এমন মতামত দেন আলোচকরা। কর্মশালায় জানানো হয়,বর্তমানে দেশে জন্মনিবন্ধনের হার ৫০ এবং মৃত্যুনিবন্ধনের হার ৪৭। এ দুই ক্ষেত্রে বৈশ্বিক গড় যথাক্রমে- ৭৭ ৭৪ শতাংশ। প্রতিটি নাগরিকের শিক্ষা, স্বাস্থ্যসেবা, ভোটাধিকার, উত্তরাধিকার এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির মতো মৌলিক অধিকার নিশ্চিত করে জন্ম মৃত্যু নিবন্ধন। নিবন্ধন না থাকলে শিশুশ্রম, বাল্যবিয়ে পরিচয়হীন নাগরিকত্বের মতো সমস্যার ঝুঁকি বাড়ে। নিবন্ধন একটি দেশের ন্যায্য উন্নয়ন পরিকল্পনা এবং সুশাসনের মূল ভিত্তিও।

বর্তমান আইনে জন্ম মৃত্যুর তথ্য প্রদানের দায়িত্ব সংশ্লিষ্ট পরিবারকে দেওয়া হয়েছে। এক্ষেত্রে স্বাস্থ্য বিভাগের ভূমিকাকে রাখা হয়েছে ঐচ্ছিক। অথচ দেশের প্রায় ৬৭ শতাংশ শিশু জন্মগ্রহণ করে স্বাস্থ্যসেবা কেন্দ্রে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বহু দেশ নিবন্ধনের দায়িত্ব হাসপাতালের ওপর ন্যস্ত। এ কারণে ওই সব দেশে প্রায় শতভাগ নিবন্ধন নিশ্চিত করতে পেরেছে বলেও জানান হয় কর্মশালায়।

আলোচকরা জানান, এমন পরিস্থিতিতে সরকারের উচিত হচ্ছে প্রচলিত জন্ম মৃত্যু নিবন্ধন আইন সংশোধনের মাধ্যমে  নিবন্ধনের আইনগত দায়িত্ব সব হাসপাতাল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ওপর অর্পণ করা। আইন সংস্কারের পাশাপাশি বিদ্যমান আইনের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। জন্ম মৃত্যু নিবন্ধন প্রক্রিয়া সর্ম্পকে জনসচেতনতা বাড়াতে হবে। সেই সঙ্গে নিবন্ধকদের দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিগত উন্নয়ন এবং আন্ত-খাত সমন্বয় শক্তিশালী করতে হবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর