মন্তব্য
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেছেন- এ মুহূর্তে সেনাবাহিনী আগে যেমন ছিল, তেমনই থাকবে। উঠিয়ে নেওয়া হচ্ছে না তাদের।
রোববার (৯ নভেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান উপদেষ্টা। ঢাকায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
১৩ নভেম্বরে দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো ধরনের আশঙ্কা নেই।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে