শিক্ষকদের কর্মবিরতিতে ক্লাস বন্ধ এক কোটি শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক
০৯ নভেম্বর ২০২৫

সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা রোববার ( নভেম্বর) থেকে  শুরু করেছেন অনির্দিষ্টকালের কর্মবিরতি এতে সাড়ে ৬৫ হাজারেরও বেশি বিদ্যালয়ের প্রায় এক কোটি শিশু শিক্ষার্থীর ক্লাস বন্ধ হয়ে গেছে।

দশম গ্রেডে বেতন-ভাতাসহ তিন দফা দাবিতে শনিবার ( নভেম্বর) এ কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের প্লাটফর্মে  ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি  লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন সহকারী শিক্ষকরা।

জানা গেছে,  অবস্থান কর্মসূচির মাধ্যমে দাবি আদায় না হলে ১৫ নভেম্বরের পর  কর্মবিরতি কর্মসূচিতে যাওয়ার কথা ছিল শিক্ষকদের। কিন্তু অবস্থান কর্মসূচির প্রথমদিনে ঢাকায় শাহবাগেকলম সমর্পণকর্মসূচিতে পুলিশি হামলার ঘটনা ঘটে। এরপরই অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেওয়া হয়। যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে তাদের। কর্মবিরতি কর্মসূচির মধ্যে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারেও অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে শিক্ষকরা।  এর মধ্যে সরকার দাবি মেনে না নিলে প্রয়োজনে স্কুলে তালা ঝুলিয়ে দেওয়া হবে জানিয়েছেন শিক্ষকরা।

এদিকে বার্ষিক শিক্ষাপঞ্জি অনুযায়ী,  ডিসেম্বরের শুরুতে বিদ্যালয়ে  বার্ষিক পরীক্ষা গ্রহণ করার কথা। সেই হিসাবে পরীক্ষার  সময় বাকি আছে মাত্র তিন সপ্তাহ। এর আগে নিজেদের দাবি-দাওয়া আদায়ে  শিক্ষকরা মাঠে নামায় এবং  কর্মবিরতি কর্মসূচির ডাক দেওয়ায় ক্লাস-পরীক্ষা নিয়ে শঙ্কায় পড়েছেন  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর