মন্তব্য
এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিবারে করোনার থাবা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন মোদির চাচী। করোনা আক্রান্ত ছিলেন তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। গুজরাটের আহমেদাবাদের নিউ রনিপ এলাকায় পরিবার নিয়ে থাকতেন ভারতের প্রধানমন্ত্রীর চাচী। তার নাম নর্মদাবেন (৮০)।
কয়েকদিন আগে কভিড আক্রান্ত হন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তার।
সংবাদ প্রতিদিন