গণতন্ত্রের সৌন্দর্য নিজের নির্বাচনী এলাকা থেকে সবাইকে দেখাতে চান কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। সেই সঙ্গে দৃঢ়তার সঙ্গে বলেছেন- ব্যক্তি আক্রমণ ও কাঁদা ছোড়াছুড়ি না করে, দলীয় আদর্শ অনুসরণ করে এবং ত্যাগী নেতাদের সঙ্গে নিয়ে ও নির্বাচনের পরিবেশ ঠিক রেখে আগামী নির্বাচনে বিজয় অর্জন করতে চান তিনি।
সংসদীয় আসন পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুরা-ফরিদপুর) থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন কৃষিবিদ হাসান জাফির তুহিন। বিএনপি থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে তাকে। গেল সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। সেই তালিকায় নাম রয়েছে তুহিনের। কেন্দ্রীয়ভাবে দলীয় প্রার্থীদের নাম ঘোষণার পর রাতেই চাটমোহরে সংবাদ সম্মেলন ডাকেন তিনি। সেই সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মি. তুহিন।
সংবাদ সম্মেলনে দলীয় মনোনয়ন দেওয়ায় দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন কৃষিবিদ তুহিন।
আগামী জাতীয় নির্বাচন সহজ হবে না বলে মনে করছেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি। নির্বাচন পরিচালনার জন্য নিজের নির্বাচনী আসনের প্রতিটি উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করবেন বলেও জানান তিনি। আর পাবনা-৩ আসনের ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান ধানের শীষের এ কান্ডারি।
সংসদ সদস্য নির্বাচিত হলে নির্বাচনী এলাকায় তার করণীয় ও অগ্রাধিকার বিষয় সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসান জাফির তুহিন বলেন, সর্ব প্রথম রাস্তা-ঘাট তথা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করবো। গবাদিপশু পালন, দুধ-ডিম, মাছ-মাংস খাতের উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, ফরিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম বকুল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আব্দুদ দায়েন মঞ্জু, বিএনপি নেতা রফিকুল ইসলাম, এনামুল হক, হাসান জাফির তুহিনের সহধর্মিণী নিলুফা জাফির, পুত্র ইফতিশাম জাফির, চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, উপজেলা বিএনপি নেতা ভিপি সেলিম রেজা, অধ্যক্ষ আব্দুর রহিম কালু, অধ্যক্ষ মাহমুদুর রহমান, মো. গিয়াস উদ্দিন, রেজাউল করিম তারেক, এ এম জাকারিয়া, শেখ জিয়ারুল হক সিন্টু, উপজেলা যুবদল নেতা গোলজার হোসেন, লিটন বিশ্বাস, ছাত্রদল নেতা ফুলচাঁদ হোসেন শামীমসহ চাটমোহর উপজেলা, ফরিদপুর উপজেলা ও ভাঙ্গুড়া উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বিডি২৪অনলাইন/সি/মহিদুল খান