নির্বাচন হবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য

নিজস্ব প্রতিবেদক
০৫ নভেম্বর ২০২৫

 

দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হবে। নির্বাচনকে অবাধ গ্রহণযোগ্য করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার ( নভেম্বর) সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন,  আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ নির্বাচনের দিকে এগোচ্ছে, তাই সব ধরনের প্রোপাগান্ডা ব্যর্থ হবে। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, রাজনৈতিক দল নির্বাচন কমিশনের যৌথ প্রচেষ্টায় নির্বাচনে নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর