সেনাবাহিনী যেকোনো সময়ের তুলনায় এখন আরও ঐক্যবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ এবং ভ্রাতৃত্ববোধে দৃঢ়। সেনাবাহিনী চায় দেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক। সেই সঙ্গে মাঠ থেকে সেনানিবাসে ফিরে চায় তারা।
বুধবার (৫ নভেম্বর) ঢাকায় সেনাসদরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন জেনারেল অফিসার কমান্ডিং, সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (জিওসি আর্টডক) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।
লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান আরও বলেন, গত ১৫ মাস যে পরিস্থিতির মধ্যে দিয়ে সেনাবাহিনী দায়িত্ব পালন করেছে, সেটা একেবারেই সহজ ছিল না। এ সময়ে সেনাবাহিনী অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দায়িত্ব পালন করেছে। কিছু স্বার্থান্বেষী চক্র সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে মিথ্যা ও সাজানো অপপ্রচার চালিয়েছে।
সেনাবাহিনী দেশের জনগণের। তাই জনগণের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী তার প্রয়োজনীয় দায়িত্ব পালন করে যাবে বলেও উল্লেখ করেন তিনি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে