তেলাপোকার ভয়ে ১৮ বার বাসা বদল!

১৮ এপ্রিল ২০২১

 স্ত্রী তেলাপোকা দেখলে ভীষণ ভয়। আর সেই ভয়ের কারণেই এক দম্পতি তিন বছরে ১৮ বার বাসা বদলেছেন।

২০১৭ সালে বিয়ের পর স্বামী প্রথম জানলেন স্ত্রী তেলাপোকা ভয় পান। তারপর ২০১৮ সাল থেকে গত ৩ বছরে মোট ১৮ বার বাসস্থান বদলাতে হয়েছে তাদের। 

এই বাসা বদলাতে গিয়ে প্রকৌশলী স্বামী বেচারা বেশ ‘ক্লান্ত’। এবার তাই বিচ্ছেদ চাইছেন তিনি। এই ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ভোপালে। 

বিশেষজ্ঞরা বলছেন, তেলাপোকা দেখে মাত্রাতিরিক্ত এই ভয় আসলে একটি রোগ। একে বলা হয় ‘কাটসারিডফোবিয়া’। নির্দিষ্ট চিকিৎসা করালে এ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

আনন্দবাজার


মন্তব্য
জেলার খবর