মন্তব্য
করোনা মহামারির বিধি-নিষেধ ভঙ্গ করার অভিযোগে নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সলবার্গকে ২০ হাজার নরওয়েজিয়ান ক্রাউন (প্রায় দুই লাখ টাকা) জরিমানা করেছে দেশটির পুলিশ।
জন্মদিন উপলক্ষে সামাজিক দূরত্ব বজায় রাখার বিধি-নিষেধ না মেনে এ বছরের ফেব্রুয়ারিতে একটি পাহাড়ের রিসোর্টে ১৩ জন পারিবারিক সদস্য নিয়ে নিজের ৬০তম জন্মদিন পালন করেছিলেন সলবার্গ।
সলবার্গ ও তার স্বামী সিন্ড্রে ফিনেস যৌথভাবে জন্মদিন পালনের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এ জন্য রেস্টুরেন্ট ঠিক করেছিলেন। ফিনেস আইন ভঙ্গ করলেও তাকে জরিমানা করেনি পুলিশ।
দ্য গার্ডিয়ান