ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিক্যামেরা স্থাপনে বিশেষ বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক
২০ জানুয়ারী ২০২৬


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অতি গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য বিশেষ বরাদ্দ দিয়েছে সরকার। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম এবং অন্তর্বর্তী সরকারের প্রথম সভায় সিদ্ধান্ত হয়।

ঢাকার বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, নির্বাচনে  ২১ হাজার ৯৪৬টি অতি গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য ৭১ কোটি ৯৮ লাখ ২৮ হাজার টাকা বিশেষ বরাদ্দ দিয়েছে সরকার। অতি গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনে বিশেষ বরাদ্দ দিলেও বাকি কেন্দ্রগুলোতে সিসিটিভির ব্যবস্থা করবে স্থানীয় প্রশাসন। সেখান থেকে বরাদ্দ করা হবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর