বিশ্ব এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। বিশেষ করে এসডিজি অর্জনে অগ্রগতি নিয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো অত্যন্ত ইতিবাচক। দেশ অর্থনৈতিকভাবে বেশ ভালো করছে। যদিও রাজনৈতিক কারণে মাঝে মাঝে কিছুটা অস্থিরতা বা বাধা-বিপত্তি আসতে পারে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সাংবাদিকদের জবাবে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ঢাকায় সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
উপদেষ্টা আরও বলেন, জাতিসংঘ বলছে- বাংলাদেশের সিদ্ধান্তের অপেক্ষায় আছে তারা। বাংলাদেশ ইতিবাচক সাড়া দিলে অন্য দেশগুলোও সহমত পোষণ করবে। বাংলাদেশের সম্ভাবনা ও অর্জন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সাময়িক কিছু রাজনৈতিক চ্যালেঞ্জ থাকলেও দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রয়েছে বলেও জানান উপদেষ্টা।
রাজনৈতিক সুশাসন না থাকলে কেবল অর্থনীতি দিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মনে করেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কেবল ম্যাজিস্ট্রেট বা পরিদর্শক পাঠিয়ে কাজ হয় না। পৃথিবীর কোনো দেশেই এভাবে বাজার স্থিতিশীল করা সম্ভব হয়নি।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে