স্থিতিশীলতার পথে এগোচ্ছে অর্থনীতি

নিজস্ব প্রতিবেদক
১১ জানুয়ারী ২০২৬

দায়িত্ব গ্রহণের সময় জুলাই অভ্যুত্থানে পতিত শেখ হাসিনার সরকারের রেখে যাওয়া একটি ভঙ্গুর সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি পেয়েছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এখন ম্যাক্রো অর্থনীতিতে স্থিতিশীলতা এসেছে। যদিও মূল্যস্ফীতি বেড়েছে। তবুও ধীরে ধীরে স্থিতিশীলতার পথে এগোচ্ছে দেশের অর্থনীতি।

ভঙ্গুর সামষ্টিক অর্থনৈতিক পাওয়া, ম্যাক্রো অর্থনীতিতে স্থিতিশীলতা, মূল্যস্ফীতি বাড়ার কথা  জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা . সালেহউদ্দিন আহমেদ। শনিবার (১০ জানুয়ারি) ঢাকার সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রেব্যাংকিং অ্যালম্যানাক- এর সপ্তম সংস্করণের প্রকাশনা অনুষ্ঠানে এ প্রসঙ্গে কথা বলেন  তিনি।

অর্থ উপদেষ্টা জানান, মূল্যস্ফীতির বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। কিন্তু শুধু মুদ্রানীতির মাধ্যমে একে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ ক্ষেত্রে সরবরাহ পর্যায়ে ব্যবস্থাপনা বাজারে শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত মুনাফালোভ মজুতদারি শুধু আইন প্রয়োগের মাধ্যমে দমন করা যায় না। জন্য পাইকারী ব্যবসায়ী খুচরা বিক্রেতাদের সহযোগিতা প্রয়োজন। শুধু অভিযান পরিচালনার মাধ্যমে অতিরিক্ত মুনাফালোভ বা মজুতদারি ঠেকানো যায় না বলেও জানান তিনি।

নীতিনির্ধারক, বিশ্লেষক গণমাধ্যমের প্রতি সম্মিলিতভাবে দেশের অর্জন চ্যালেঞ্জগুলোকে ভারসাম্যপূর্ণভাবে উপস্থাপনের আহ্বান জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, অব্যাহত সহযোগিতার মাধ্যমে আরও শক্তিশালী সম্মানজনক অর্থনীতিতে পরিণত হতে পারে বাংলাদেশ।

অর্থ উপদেষ্টা জানান, মূলধন পর্যাপ্ততা অনুপাত, প্রভিশনিং, ঋণ প্রবৃদ্ধি, সঞ্চিত মুনাফা ঋণ-আমানত অনুপাতসহ ব্যাংকিং খাতের গুরুত্বপূর্ণ সূচকগুলো বিদ্যমান চাপ চলমান সমন্বয়ের চিত্র তুলে ধরে। ২০১০ সালের মতো আগের সময়ের তুলনায় গত অর্থবছরে পরিস্থিতি এখনও বেশ চ্যালেঞ্জিং। তবে তথ্য-উপাত্ত ইঙ্গিত দেয় সংশোধনী পদক্ষেপগুলো ধীরে ধীরে কার্যকর হচ্ছে। ঋণ প্রবৃদ্ধি নিয়ন্ত্রিত হয়েছে। বেশ কয়েকটি ব্যাংকে ঝুঁকি শনাক্তকরণ ব্যবস্থাও উন্নতি হয়েছে।

সুদের হার কমানো একটি জটিল প্রক্রিয়া বলে মনে করেন ড. সালেহউদ্দিন। মুদ্রানীতির বিষয়ে তিনি আরও বলেন,  এ ক্ষেত্রে ট্রেজারি বিলের সুদহার, ব্যাংক আমানতের হার এবং সামগ্রিক তারল্য ব্যবস্থাপনা জড়িত। সাম্প্রতিক মাসগুলোতে ট্রেজারি বিলের সুদহার কমলেও বাজারে এর পূর্ণ প্রভাব পড়তে সময় লাগে। ভারসাম্য বজায় রাখা জরুরি। কেননা সরকারি বিনিয়োগমুখী অতিরিক্ত ঝোঁক ব্যাংক থেকে তহবিল সরিয়ে নিতে পারে। আর এটা আর্থিক মধ্যস্থতাকে দুর্বল করবে।

বৈষম্য, দারিদ্র্য কৃষিপণ্যের মূল্য বিকৃতি এখনও চ্যালেঞ্জ হলেও দেশটি উল্লেখযোগ্য অর্থনৈতিক সামাজিক অগ্রগতি অর্জন করেছে বলেও জানান অর্থ উপদেষ্টা।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে



মন্তব্য
জেলার খবর