চাটমোহর সরকারি কলেজে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
০৭ জানুয়ারী ২০২৬

পাবনার চাটমোহরে উচ্চ শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান চাটমোহর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( জানুয়ারি) কলেজ মাঠে বাগাড়ম্বরপূর্ণভাবে এ প্রতিযোগিত হয়। প্রতিযোগিতার ২৭টি ইভেন্টে কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এ ছাড়া শিক্ষক, কর্মচারী ও অতিথিদের জন্য আলাদা ইভেন্ট ছিল এ প্রতিযোগিতা অনুষ্ঠানে। দীর্ঘদিন পর বাগাড়ম্বরপূর্ণভাবে কলেজটির ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে জানা গেছে।

কলেজ সূত্র জানায়, সকাল ৯টায় অতিথিদের আসন গ্রহনের মধ্য দিয়ে প্রতিযোগিতা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান শুরু হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, সম্মান প্রদর্শন ও জাতীয় সংগীত পরিবেশনা, প্রধান অতিথি কর্তৃক অনুষ্ঠান উদ্বোধন ঘিরে পায়রা অবমুক্তকরণ, পবিত্র ধর্ম গ্রন্থ হতে পাঠ, শপথ গ্রহণ, অধ্যক্ষের স্বাগত ভাষণ, মশাল প্রজ্বলন ও মাঠ প্রদক্ষিণ।

দিনব্যাপী ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমানের সভাপতিত্ব করেন ক্রীড়ানুষ্ঠানে।


প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে ক্রীড়া প্রতিযোগিতার পরের দিন বৃহস্পতিবার কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

 

 

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর