মুনাফা হার কমেছে সঞ্চয় কর্মসূচিতে

নিজস্ব প্রতিবেদক
০৪ জানুয়ারী ২০২৬

জানুয়ারি থেকে সঞ্চয়পত্রের মুনাফার হার হবে সর্বোচ্চ ১০ দশমিক ৫৯ এবং সর্বনিম্ন দশমিক ৭৪। কম বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার বেশি বিনিয়োগের তুলনায় বেশি হবে। ক্ষেত্রে বিনিয়োগের সীমা লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বিনিয়োগ পরিমাণ বা এর কম হলে মুনাফার হার বেশি হবে। আর এর বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার কমে আসবে। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত সঞ্চয় কর্মসূচিগুলোর মুনাফার হার এভাবে পুনর্নির্ধারণ করেছে সরকার। এর আগে গত জুলাই মাসে মুনাফার হার কমানো হয়।

বৃহস্পতিবার ( জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। জানা গেছে, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় সবচেয়ে জনপ্রিয় হচ্ছে পরিবার সঞ্চয়পত্র। পাঁচ বছরের মেয়াদে এ সঞ্চয়পত্রে এতদিন সাড়ে লাখ টাকার কম বিনিয়োগে ক্ষেত্রে মুনাফার হার ছিল ১১ দশমিক ৯৩। এখন সেখান থেকে কমিয়ে ১০ দশমিক ৫৪ শতাংশ করা হয়েছে। এতোদিন সাড়ে লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার ছিল ১১ দশমিক ৮০, এখন সেটা কমিয়ে ১০ দশমিক ৪১ শতাংশ করা হয়েছে।

অন্যদিকে ৫ বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্রে সাড়ে লাখ টাকার কম বিনিয়োগে মুনাফা ছিল ১১ দশমিক ৯৮ শতাংশ। সেটাও এখন কমিয়ে করা হয়েছে ১০ দশমিক ৫৯ শতাংশ। আবার সাড়ে লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফা ছিল ১১ দশমিক ৮০ শতাংশ।  এখন সেটা হবে ১০ দশমিক ৪১ শতাংশ। একই মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সাড়ে লাখ টাকার কম বিনিয়োগে মুনাফার হার ছিল ১১ দশমিক ৮৩। সেটা কমিয়ে এখন হবে ১০ দশমিক ৪৪ শতাংশ। বিপরীতে সাড়ে লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার এতোদিন ১১ দশমিক ৮০ শতাংশ থাকলেও এখন থেকে হবে ১০ দশমিক ৪১ শতাংশ।

ওদিকে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে বিনিয়োগ করলেও মুনাফা কমবে। সঞ্চয়পত্রে সাড়ে লাখ টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে মুনাফা ছিল ১১ দশমিক ৮২ শতাংশ। এখন থেকে হবে ১০ দশমিক ৪৮ শতাংশ। সাড়ে লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার ১১ দশমিক ৭৭ শতাংশ থাকলেও এখন থেকে হবে ১০ দশমিক ৪৩ শতাংশ। গত জুলাইয়ের আগে ইস্যুকৃত সব জাতীয় সঞ্চয় স্কিমের ইস্যুকালীন মেয়াদে ওই সময়ের মুনাফার হার প্রযোজ্য হবে।  ছয় মাস পর মুনাফার হার পুনর্নির্ধারণ হবে বলে জানা গেছে।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে

 



মন্তব্য
জেলার খবর