রেমিট্যান্সে নতুন মাইলফলক

নিজস্ব প্রতিবেদক
০৩ জানুয়ারী ২০২৬

গেল বছরে রেমিট্যান্স খাতে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। এ বছরে  দেশে ৩২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। রেমিট্যান্সের এ অংক দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ আহরণ। বৈশ্বিক নানা সংকটের মধ্যেও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করতে বড় ভূমিকা রাখছে এ অর্থ ফলে দেশের অর্থনীতি স্বস্তিতে আছে।

প্রাপ্ত তথ্য মতে, এক বছরের ব্যবধানে প্রায় ১৮ শতাংশ বেড়েছে রেমিট্যান্সের পরিমাণ, অর্থের পরিমাণে প্রায় বিলিয়ন ডলার। ২০২৪ সালে রেমিট্যান্স এসেছিল ২৬ দশমিক ৮৯ বিলিয়ন ডলার। গত বছরের শেষ মাস ডিসেম্বরেও রেমিট্যান্স প্রবাহ ছিল অনেক বেশি, ৩২৩ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।  এ অঙ্ক একক মাস হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। এর আগে মার্চে সর্বোচ্চ ৩২৯ কোটি ৫৬ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে। ২০২৪ সালের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ২৬৪ কোটি ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে ডিসেম্বরে রেমিট্যান্স বেড়েছে ৫৯ কোটি ডলার বা প্রায় ২২ শতাংশ।

বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রধান ভূমিকা রাখে রেমিট্যান্স, রপ্তানি আয় বিদেশি ঋণ। এর মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য হচ্ছে প্রবাসী আয়। কেননা সরাসরি ডলার আসে এ আয়ে। হুন্ডি প্রতিরোধে সরকার কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ, রেমিট্যান্সে প্রণোদনা অব্যাহত রাখা এবং ব্যাংকিং চ্যানেলের সেবা সহজ হওয়ায় রেমিট্যান্স প্রবাহ বাড়ছে বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা।

এদিকে পরিসংখ্যান বলছে, মার্চ ও ডিসেম্বরের বাইরে গত বছরে মাস ভিত্তিক  জানুয়ারিতে ২১৮ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি,  এপ্রিলে ২৭৫ কোটি, মে ২৯৭ কোটি, জুনে ২৮২ কোটি, জুলাইয়ে ২৪৮ কোটি, আগস্টে ২৪২ কোটি, সেপ্টেম্বরে ২৬৮ কোটি, অক্টোবরে ২৫৬ কোটি নভেম্বরে ২৮৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে দেশে।

৩০ ডিসেম্বর পর্যন্ত হিসাবে প্রবাসী আয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে হাজার ৩১৮ কোটি ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম- অনুযায়ী রিজার্ভের পরিমাণ হাজার ৮৫২ কোটি ডলার।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে



মন্তব্য
জেলার খবর