আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসন থেকে এখন পযন্ত ৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে একজন বিএনপি দলীয় মনোনীত, অপরজন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী। বাকিজন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা। গত দু’দিনে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্য বলছে, বুধবার ( ১৭ ডিসেম্বর ) সহকারি রিটার্নিং অফিসার ও ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পালের কাছে থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মো. আলী আছগার। একই দিনে সহকারি রিটার্নিং অফিসার ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা হাসানুল ইসলাম রাজা।
বৃহস্পতিবার ( ১৮ ডিসেম্বর ) সহকারি রিটার্নিং অফিসার ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর কাছে থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন।
চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর- ৩ উপজেলা নিয়ে পাবনা-৩ আসন। এবার এ আসনে কৃষিবিদ হাসান জাফির তুহিন বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার পর চাটমোহর উপজেলা বিএনপির একটা অংশ স্থানীয় প্রার্থীর দাবিতে রাজপথে আন্দোলনে নামে। বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মশাল মিছিলও করে তারা। কিন্তু শেষ অবধি মি. তুহিন-ই দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ওদিকে তফসিল ঘোষনার পর থেকেই ভোটের হিসাব নিয়ে গরম থাকছে এ আসনের গ্রাম-শহরের চা-ষ্টল। তর্কে-বিতর্কে নিজ দলের প্রার্থীদের এগিয়ে রাখছে কর্মী-সমর্থকরা। ভোট নিয়ে এখনো খুব একটা মুখ খুলছে না সাধারণ ভোটারা। তবে নারীরা এবারের ভোটে বড় প্রভাব ফেলতে পারে বলে আভাস পাওয়া গেছে।
বিডি২৪অনলাইন/সি/এমকে