পাবনা-৩, নির্বাচনী দৌড় শুরু তিন প্রার্থীর

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৫

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসন থেকে এখন পযন্ত ৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে একজন বিএনপি দলীয় মনোনীত, অপরজন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী। বাকিজন  জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা। গত দু’দিনে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।  


প্রাপ্ত তথ্য বলছে, বুধবার ( ১৭ ডিসেম্বর ) সহকারি রিটার্নিং অফিসার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পালের কাছে থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মো. আলী আছগার। একই দিনে সহকারি রিটার্নিং অফিসার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা হাসানুল ইসলাম রাজা।


বৃহস্পতিবার ( ১৮ ডিসেম্বর ) সহকারি রিটার্নিং অফিসার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর কাছে থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন।


চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর- ৩ উপজেলা নিয়ে পাবনা-৩ আসন। এবার এ আসনে কৃষিবিদ হাসান জাফির তুহিন বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার পর চাটমোহর উপজেলা বিএনপির একটা অংশ স্থানীয় প্রার্থীর দাবিতে রাজপথে আন্দোলনে নামে। বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মশাল মিছিলও করে তারা। কিন্তু শেষ অবধি মি. তুহিন-ই দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ওদিকে  তফসিল ঘোষনার পর থেকেই ভোটের হিসাব নিয়ে গরম থাকছে এ আসনের গ্রাম-শহরের চা-ষ্টল। তর্কে-বিতর্কে নিজ দলের প্রার্থীদের এগিয়ে রাখছে কর্মী-সমর্থকরা। ভোট নিয়ে এখনো খুব একটা মুখ খুলছে না সাধারণ ভোটারা। তবে নারীরা এবারের ভোটে বড় প্রভাব ফেলতে পারে বলে আভাস পাওয়া গেছে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর