মন্তব্য
দেশে ফেরার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। এর আগে মঙ্গলবার যুক্তরাজ্য বিএনপির এক আলোচনা সভায় তারেক রহমান নিজেই জানিয়েছেন, আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তিনি। তার আগে গত শুক্রবার তারেক রহমানের দেশের ফেরার দিন জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক ব্রিফিংয়ে বলেন, ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরবেন তারেক রহমান।
বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে