বিস্ফোরক মামলায় বাবলু চেয়ারম্যান গ্রেফতার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৫

পাবনার চাটমোহরের গুনাইগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রজব আলী বাবলুকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) পাবনা আদালত চত্বর থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

রজব আলী বাবলুর রাজনৈতিক পরিচয় হচ্ছে তিনি দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা।

পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরক আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।

এদিকে গত কয়েকদিনে সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে ও তার অঙ্গ সংগঠনের স্থানীয়  ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছেন- ছাইকোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান নুরু, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, ছাইকোলা ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি জোয়াদ হোসেন, ছাইকোলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার মিলন হোসেন, ফৈলজানা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ নেতা ছালাম সরদার ও ছাত্রলীগ নেতা জাকির হোসেন।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর