পঞ্চগড়ের আটোয়ারী সাব-রেজিস্ট্রি অফিসে সরকারি খাস জমি ব্যক্তির নামে রেজিস্ট্রেশন করার হয়েছে। এতে বেহাত হচ্ছে সরকারের লাখ লাখ টাকার সম্পত্তি। জমি বিক্রেতা বাদল কুমার, গৃহীতা রফিকুল ইসলাম, দলিল লেখক নাসিরুল ইসলাম সরকার ও রেজিস্ট্রি অফিসের অফিস সহকারি মোছা. সমতা বেগম এ ঘটনায় জড়িত। যোগসাজশে কাগজপত্র জালিয়াতি করে রেজিস্ট্রি করা জমি উদ্ধারে ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা, দিনাজপুর সেটেলমেন্ট অফিসে মিসকেস করেছেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
অভিযুক্ত জমিদাতা বাদল কুমার ঠাকুরগাঁও ভেলাজান আরাজী ঝাড়গাঁও এলাকার মৃত অনিল কুমার রায়ের ছেলে। আর জমি গৃহীতা রফিকুল ইসলাম বড়সিঙ্গিয়া এলাকার শামসুল আলমের ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বড়সিঙ্গিয়া মৌজার জেল নং ৩৪ এর দাগ ৫৬০৫ সহ আরো বেশকিছু দাগের জমি খাস খতিয়ানভুক্ত ছিল। কিন্তু ১৯৬২ সালের ভূমি জরিপে ৫৬০৫ দাগটি বাদ দিয়ে বাকি দাগগুলো ২ নং খতিয়ানের অন্তর্ভুক্ত করা হয়। ঐ এস এ ২ নং খতিয়ানের রেকর্ডিয় মালিক সতিশ চন্দ্র রায় ও উপেন্দ্র নাথ রায় ছিল। তাদের ওয়ারিশ সূত্রে বাদল কুমার ও উৎপল রায় ১ নং খাস খতিয়ানের সরকারি জমি দাগ নং ৫৬০৫, দলিল লেখক নাসিরুল ইসলাম সরকার ও অফিস সহকারী মোছা. সমতা বেগম এর সহযোগিতায় ২ নং খতিয়ানে জাল জালিয়াতির মাধ্যমে অন্তর্ভুক্ত করেন। এরপর রফিকুল ইসলামের কাছে ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সাব কবলা ৭৪৫ নম্বর দলিলে ৫৩ শতক জমি রেজিস্ট্রেশন করে দেন তৎকালীন সাব রেজিস্ট্রার রাজকুমার কুন্ডু।
আলোয়াখোয়া ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা জগেশ চন্দ্র বর্মন বলেন, ৫৬০৫ জমির দাগটি খাস।সে জমির দাখিলা নেওয়ার কোন সুযোগ নেই। জমির সেই দাগটি অন্য খতিয়ানে অন্তর্ভুক্ত করে বিক্রি করেছে একটি পক্ষ। বিষয়টি জানতে পেরে জমি উদ্ধারে মিসকেস করা হয়েছে। ৫৩ শতক জমি পুকুর হিসেবে সরকারি নথিতে রয়েছে।
জমি গৃহীতা রফিকুল ইসলাম তার জমি না পেলে, জমিদাতার উপর মামলা করবেন বলেও জানান তিনি।
জমি রেজিস্ট্রি করতে কি কি কাগজ প্রয়োজন জানতে চাইলে আটোয়ারী সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারি মোছা. সমতা বেগম মুঠোফোনে অফিস প্রধানের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। তবে অফিস খরচের নামে দুই হাজার ও খাস জমি রেজিস্ট্রি করার বিষয়টি বলতেই রেগে গিয়ে কলটি কেটে দেন তিনি।
এ ব্যাপারে আটোয়ারী সাব-রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রার তৌফিক সালাহ্ উদ্দিন বলেন, এ অফিসে অতিরিক্ত দায়িত্বে আছি। ঊর্ধতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিষয়টিতে মন্তব্য করা যাবে না।
বিডি২৪অনলাইন/সি/এমকে