দেশে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। ইতোমধ্যে নির্বাচনের জন্য কমিশনের পুরোপুরি প্রস্তুতি থাকার কথা নির্বাচন কমিশন (ইসি) থেকে জানানো হয়েছে। নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি শেষ হওয়ায় এখন দৃষ্টি সবার তফসিল ঘোষণার দিকে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য নির্বাচন কমিশনারের বক্তব্য অনুযায়ী, চলতি সপ্তাহরে মধ্যে তফসিল ঘোষণা করা হতে পারে। এ ক্ষেত্রে সপ্তাহের বাকি আছে মাত্র দু’দিন- বুধবার বা বৃহস্পতিবার।
এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিয়েছে ইসি। তফসিল উপলক্ষ্যে জাতির উদ্দেশ্যে সিইসির ভাষণ বুধবার রেকর্ড করতে বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে বলা হয়েছে। এ ভাষণে ভোটের তফসিল ও ভোটের দিন ঘোষণা করা হবে।
এদিকে গেল মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিইসি। এরপর তিনি সাংবাদিকদের জানান, নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে হতে পারে। ওদিকে একই দিন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, নির্বাচন কমিশনের সব প্রস্তুতি সম্পন্ন। তফসিল ঘোষণা সময়ের ব্যাপার মাত্র। তফসিল ঘোষণার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করে রেখেছে ইসি। আসন বিন্যাস, আইন অনুযাযী রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার নিযুক্ত বিষয়ে প্রজ্ঞাপন, বিভিন্ন বিষয়ে ২০টির মতো পরিপত্র জারি হবে।
একই দিন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, তফসিল ঘোষণা নিয়ে সিইসির ভাষণের সবকিছু চূড়ান্ত। বুধবার রাষ্ট্রপতির সাথে সাক্ষাত শেষে এদিন সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা হবে। তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে সবার জন্য সমান সুযোগ সৃষ্টির দায়িত্ব আসবে। তফসিল ঘোষণার পূর্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ কমিশনের দায়িত্ব নয়।
জানা গেছে, সামনের বছরে ৫, ৮ বা ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের সম্ভবনা সবচেয়ে বেশি রয়েছে। ভোটগ্রহণের জন্য ১০ ও ১১ ফেব্রুয়ারিকেও বেছে নেওয়া হতে পারে। ভোটগ্রহণের পর রোজা শুরু হওয়ার আগে অন্তত সপ্তাহখানেক সময় হাতে রাখতে চায় । কারণ, ভোটের দিন অনিয়ম বা সহিংসতা হলে সংশ্লিষ্ট কেন্দ্রে বা আসনে ভোট বন্ধ বা স্থগিত করা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কেন্দ্র বা আসনে এক সপ্তাহের মধ্যে ভোট শেষ করার পরিকল্পনা ইসির। এ ছাড়া নির্বাচনের গেজেট প্রকাশের পর সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের সরকার গঠন করতে সপ্তাহখানেক সময় লাগতে পারে। এটা রমজানের আগেই যেন সম্ভব হয়, সে সুযোগ রাখতে চায় ইসি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে