মন্তব্য
শিক্ষকদের আন্দোলনের কারণে দেশের অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ১-৪ ডিসেম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শীতকালীন ছুটির কিছু দিন বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা সম্পন্ন করার স্বার্থে যে সব বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, সে সব বিদ্যালয়ে ১১-১৫ ডিসেম্বর পর্যন্ত ছুটি বাতিল করা হয়েছে। এ দিনগুলোতে পরীক্ষা গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে চিঠিতে । প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী-১১ ডিসেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন ছুটি শুরুর কথা ছিল।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে