মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে হত্যাচেষ্টা মামলার আসামিরা

সাজেদুর রহমান সাজ্জাদ, গুরুদাসপুর
০৯ ডিসেম্বর ২০২৫

জামিনে ছাড়া পাওয়ার পরে নাটোরের গুরুদাসপুরের শ্যামপুরে ইটভাটা শ্রমিক হত্যাচেষ্টা মামলার আসামিরা মামলাটি তুলে নেওয়ার জন্য বাদিপক্ষকে হুমকি দিচ্ছে। এ মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।  সেই মানববন্ধনে মামলার বাদিসহ স্থানীয় বেশ কয়েকজন হুমকি দেওয়ার বিষয়টি জানান।

মঙ্গলবার ( ডিসেম্বর) হালসা-নাজিরপুর আঞ্চলিক মহাসড়কের শ্যামপুর মাদ্রাসার পাশে এ মানববন্ধন হয়। মানববন্ধনে আবু তাহের, মোবারক হোসেন, সামসুল হক, আব্দুল খালেক  মাসুদ রানা জানান,  জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ২৪ নভেম্বর শ্যামপুরে আরিফুল, রাশিদুল, সালায়েত হোসেন, নজরুল ইসলাম হালিমা বেগমের নেতৃত্বে একদল লোক সাইদুল ইসলাম নামের এক দিনমুজুরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার উদ্দেশ্যে পুকুরে ফেলে দেয়। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে মাসুদ রানা গুরুদাসপুর থানায় মামলা করেছেন। ওই মামলার আসামীরা জামিনে বেরিয়ে এসে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন। মামলার বাদী মাসুদ রানাও আসামিদের বিরুদ্ধে মামলা তুলে নিতে চাপ প্রাণনাশের হুমকি দেওয়ার বিষয়টি জানান।

এদিকে অভিযুক্ত হালিমা বেগম অভিযোগ অস্বীকার করে জানান, তারা একে অপরের নিকট আত্বীয়। মামলা তুলে নিতে চাপ কিংবা প্রাণনাশের হুমকির বিষয়টি মিথ্যা।

গুরুদাসপুর থানার পরিদর্শক (তদন্ত) আকবর হোসেন জানান, ওই মামলায় একজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যরা জামিনে রয়েছেন। মামলা তুলে নিতে চাপ বা প্রাণনাশের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর