মূল্যস্ফীতি বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
০৮ ডিসেম্বর ২০২৫

সবজির ভরা মৌসুমে খাদ্য খাতে মূল্যস্ফীতি কমার কথা থাকলেও বাজারের চিত্র অনেকাংশে উল্টো। গেল অক্টোবরে মূল্যস্ফীতি দশমিক ১৭ শতাংশ থাকলেও পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে নভেম্বরে বেড়ে দাঁড়িয়েছে দশমিক ২৯ শতাংশ।  মূল্যস্ফীতির বিষয়টি জানা গেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রতিবেদনে। নভেম্বর মাসে মূল্যস্ফীতি বৃদ্ধির পেছনে অন্যতম কারণ হিসেবে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিকে চিহ্নিত করেছে বিবিএস।

বিবিএস) প্রতিবেদন অনুযায়ী,  খাদ্য খাতে এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে দশমিক ৩৬ শতাংশ। অক্টোবর মাসে এটা  ছিল দশমিক ০৮ শতাংশ। খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার সামান্য কমেছে, দাঁড়িয়েছে দশমিক ০৮ শতাংশে। অক্টোবরে মাসে এটা ছিল দশমিক ১৩ শতাংশ।

এদিকে পরিসংখ্যান বলছে, মাসের ব্যববধানে মূল্যস্ফীতি বাড়লে গতবছরের একই সময়ের তুলনায় মূল্যস্ফীতি কমেছে। গত বছরের নভেম্বর মাসে খাদ্যে মূল্যস্ফীতি ছিল ১৩ দশমিক ৮০ শতাংশ। খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি ছিল দশমিক শতাংশ। গত বছরের নভেম্বর মাসে মূল্যস্ফীতির সামগ্রিক হার ছিল ১১ দশমিক ৩৮। সেই তুলনায় চলতি বছরের নভেম্বরে মূল্যস্ফীতি কম কিছুটা।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে

 



মন্তব্য
জেলার খবর