মন্তব্য
বাজারে এখন সবজির দাম মোটামুটি সহনীয় আছে উল্লেখ করে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, আমদানির পর পেঁয়াজের দাম কমে যাবে। বাজার নিয়ন্ত্রণ করার জন্যই আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (০৭ ডিসেম্বর) ঢাকায় সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের কাছে এ কথা জানান। উপদেষ্টা বলেন, হঠাৎ পেঁয়াজের দাম বাড়িয়ে দেওয়ার পরে কিছু আমদানি করতে হচ্ছে। আমদানির পর দাম বেশি কমে গেলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমদানিকারকরা খালি লাভবান হবে।
তিনি বলেন, দুই দিকে খেয়াল রাখতে হবে। কৃষকের দিকেও খেয়াল রাখতে হবে, ভোক্তাদের দিকেও খেয়াল রাখতে হবে। পেঁয়াজের দাম ৭০ টাকার মধ্যে থাকলে দুই দিকেই সুবিধা।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে