মন্তব্য
লটারির মাধ্যমে দেশের ৫২৭টি থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে। এসব থানার মধ্যে মেট্রোপলিটনের কোনো থানার ওসিকে পদায়ন করা হয়নি।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, ৫২৭ থানার মধ্যে ঢাকা রেঞ্জে ১৩ জেলায় ৯৮ থানা, চট্টগ্রাম রেঞ্জে ১১ জেলায় ১১১ থানা, খুলনা রেঞ্জে ১০টি জেলায় ৬৪ থানা, ময়মনসিংহ রেঞ্জের চার থানায় ৩৬ ওসি, বরিশাল রেঞ্জের ৬ জেলায় ৪৬ ওসি, সিলেট রেঞ্জের চার জেলায় ৩৯ থানা, রাজশাহী রেঞ্জে ৮ জেলায় ৭১ থানা এবং রংপুর রেঞ্জের ৮ জেলার ৬২ থানার ওসি রয়েছে।
জানা যায়, নির্বাচনে দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য লটারি করে ওসি পদায়নের জন্য সৎ, নিরপেক্ষ পরিদর্শকের তালিকা ইউনিট প্রধানদের কাছ থেকে সংগ্রহ করা হয়। তার ওপর ভিত্তি করে এ লটারি হয়।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে