পরীক্ষা না নিলে শাস্তির মুখে পড়বেন শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক
০২ ডিসেম্বর ২০২৫

 

দেশের বিভিন্ন স্থানে কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধ রেখে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা যে সিদ্ধান্ত আন্দোলন করছেন,  সেটা সরকারি চাকরির আচরণ বিধি লঙ্ঘনের শামিল। এ ধরনের সিদ্ধান্তের কারণে সংশ্লিষ্ট শিক্ষকদের শাস্তির মুখোমুখি হতে হবে। বিষয়টি জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক . সি আর আবরার।

 

শিক্ষা উপদেষ্টা দাবি আদায়ের আন্দোলন প্রসঙ্গে বলেন- এটা অন্যায়, অন্যায্য দাবি। কারণ তারা চাকরি যখন নিয়েছিলেন তখন জানতেন তারা দশম গ্রেডে থাকবেন। সেখান থেকে নবম গ্রেডের দাবি তাদের চাকরির শর্তের মধ্যে মোটেই পড়ে না। তাছাড়া নবম গ্রেডে বিসিএস অ্যাডমিন ক্যাডাররা আসেন। কাজেই এটা এককভাবে তাদের সঙ্গে সমাধানের কোনো বিষয় না। এটা আন্তঃমন্ত্রণালয়ের বিষয়। পদে যে কেউ হুট করে চাইলেই যেতে পারে না। কাজেই তাদের অযৌক্তিক দাবি প্রত্যাখ্যান করছি আমরা। আমরা তাদের বলছি, আগামীকাল থেকে পরীক্ষা নেন আপনারা। অন্যথায়, সরকারি কর্মচারী হিসেবে বিধি লঙ্ঘনের দায়ে যে শাস্তি রয়েছে, সেগুলোর জন্য তৈরি থাকতে হবে। এখানে সরকার দৃঢ়ভাবে তার অবস্থান ব্যক্ত করছে। পরীক্ষায় কোনো রকমের আপস এখানে হবে না।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর